ছন্দহীন অনুভূতি
ছন্দহীন অনুভূতি


দিনের মাঝে নিশির ডাকাডাকি,
ঋণের বোঝায় জীবনটা ভারী,
অশনি সংকেতের চিত্রনাট্য আঁকি,
সম্মুখে দাঁড়িয়ে অদৃশ্যমান প্রহরী।
ঈশ্বরের অস্তিত্বে সবাই বিচলিত!
ঈশ্বর কণার প্রতিষেধক কোথায়?
আত্মসমর্পণের অঙ্গীকার যত্রতত্র -
আবেগী মন দিনেরাতে অসহায়!
অণুবীক্ষণ কণার সর্বত্র সংহার,
মানুষের সান্নিধ্যে মানুষ বিপন্ন,
মিথ্যে শরীর, মিথ্যে অহংকার,
বরাদ্দকৃত সময়ে মানুষই পণ্য।