ড্রেসিং টেবিল
ড্রেসিং টেবিল
প্রাত্যহিক ঝঞ্ঝাটময় জীবনে
পরিতৃপ্তির হাসি,
নিরবিচ্ছিন্ন একান্ত আপন তোমার সাথে,
কত রাগ-অনুরাগের ছোঁয়া লেগে আছে মুখাবয়বের বিভিন্নতায়!
তুমিই তো প্রকৃত সাক্ষী প্রতিটি পদক্ষেপের –
শুরু থেকে শেষ - এক নিঃশব্দের সাথী।
প্রতিবিম্বের মাঝে গৃহ প্রবেশের ছাড়পত্র তোমারই আছে,
আমৃত্যু অনির্বাণ আলোকবর্তিকা প্রদর্শন ক'রে চলেছ নীরবে –
জীবনসঙ্গীর প্রাবল্য লেখচিত্র তোমার অনুভবে।
লাবণ্য হারিয়েও ফিরে দেখি নিজস্বী রঙিন ইতিহাস,
নিজেকে আড়াল ক'রে বিশ্লেষণ করি চুলচেরা,
সাজিয়ে নিই পুনর্বাসিত দোদুল্যমান জীবন প্রসাধনীতে।
আবর্তিত বদলের পৃথিবীতে তুমিই নিরাপদ আশ্রয়।
নিজেকে সর্বক্ষণ মানিয়ে নেওয়ার ক্যানভাস তোমার চিত্রায়ণে।