STORYMIRROR

Subrata Nandi

Abstract Inspirational

2  

Subrata Nandi

Abstract Inspirational

নিষিদ্ধ বাতায়ন

নিষিদ্ধ বাতায়ন

1 min
3


ছন্দহীন অনুভূতির দীর্ঘশ্বাসে সাজানো স্বরলিপি,

ভেঙে পড়ছে বিশ্বাসের বুনিয়াদ,

এগিয়ে চলেছি সন্তর্পণে মুখোশের আড়ালে!

বাঁচিয়ে চলার কৌশলে অপরের সাহচর্য খুঁজি -

আজ নিঃস্ব-রিক্ত কাতর মনে চেয়ে দেখি চতুর্দিকে আতঙ্কের ছাপ!

ভয়ার্ত চোখ-মুখ, আত্মসমর্পণ দিনকে দিন বিষবাষ্পের দংশনে;

ঐকান্তিক প্রচেষ্টায় নিজেকে বাঁচিয়ে রাখি প্রলয় সৃষ্টির মাঝে,

নেই বুলেট, নেই কোনো আণবিক বোমা,

নেই কোনো উঁচু-নীচুর আসমান জমিন ফারাক!

বিকলাঙ্গ জীবনে এখন এরা অপ্রাসঙ্গিক,

ভয়ে আর বুক কেঁপে ওঠে না দাম্ভিক আস্ফালনে!

কেঁপে ওঠে নেপথ্যে মৃত্যু সহযাত্রীর সংস্পর্শতার বাতাসে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract