STORYMIRROR

Subrata Nandi

Abstract Inspirational

5.0  

Subrata Nandi

Abstract Inspirational

সনাতনী রঙবাহার

সনাতনী রঙবাহার

1 min
392


রঙের বিচারে রঙকে দ্বিধান্বিত করা যায়নি আজও,

সাজানো স্বরলিপিতে নান্দনিক ও শৈল্পিক সৌন্দর্য ফিরে এসেছে বারংবার।

তাইতো বিশ্ব মিলনায়তনের সংসারে রঙের ঘনঘটা,

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মসমর্পণ হোলি উৎসবে,

ক্ষয়িষ্ণু পৃথিবীতে রঙবাহারি মন ফিরে আসছে আবারও,

প্রাণচাঞ্চল্যে আবর্তিত রঙবেরঙের মানুষের সান্নিধ্য,

বিবর্ণ বিষাদিত মনে আবিরের ছোঁয়ায় অবগাহন পুণ্যতোয়া প্রাণ!

একটাই আশার বাণী জাগ্রত পুনর্বার দিকে দিকে - 

সনাতনী ঐক্যের মাঝে রঙিন স্বপ্নের হাতছানি,

গুলাল আবিরে নতুন ইতিহাস গড়ে অবসান হোক জাতপাতের বিচার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract