প্লাবন
প্লাবন


আকাশে মেঘের আনাগোনা,-
তমশাছন্ন তটিনী তন্বী ;
তিমির মেদুর বনাঞ্চল-
ধুসর মায়াজাল...
না
বাস্তবিক স্নিগ্ধ আভাস?
ঝরনার অঝর ঝরন,
তোমার জলকেলি অনর্গল;
স্রোতের প্লাবনে স্নাত অশ্ব আরোহন:
c
ঊন্মত্ত প্রবল বাষ্পের লীলাখেলা:
সাগর প্লাবিত কেশ কেলি গুটিকত,
ঠিক যেন শান্ত নদীর পথে আকাঁ ছবির মত!