STORYMIRROR

Moumita Mondal

Classics

2.5  

Moumita Mondal

Classics

মুখের মিছিল..

মুখের মিছিল..

1 min
605


যে মুখগুলো স্পষ্ট ছিল মুখের কাছে

যে মুখগুলোর গরম হাওয়া পড়ত গালে,

সে মুখগুলো আজকে ভীষন ঝাপসা লাগে,

ফুরিয়ে আসছে পড়ন্ত রোদ এই কপালে..


রাস্তাগুলোর ইট সরে যায় এক এক করে

হাঁটতে গেলে পা ডুবে যায় নরম কাদায়, 

জোনাক পোকা ঘুরেই মরে আলো জ্বেলে

ঘুটঘুটেময় অন্ধকারের গোলোকধাঁধায়...


বুকের বাউল একতারাতে সুর জাগে না

মনের মানুষ মন ছেড়েছে বহুবছর,

সব নিয়েছে লুটেপুটে, স্মৃতি ছাড়া

রেখে গেছে বুকের তিলে গাঢ় আঁচড়...


আজকে দেখি জোনাক পোকা জীবন্মৃত 

জ্বলছে নিবছে শরীর কোষের হলুদ আলো,

অক্সিজেনের স্তরে স্তরে বিষের কণা

বাঁচতে পারে আগের মত বাসলে ভালো...


বৃষ্টি শেষের বিকেল চোখে শরৎ আকাশ 

ছয় ঋতুরই রঙ খেলে যায় ঘুরেফিরে, 

বুকের ভিতর কৃষ্ণচূড়া শিমূল পলাশ

পাপড়ি খোলে কিসের ছোঁওয়ায় কার আদরে?


যে মুখগুলোর আদর ছিল নিত্যযাপন

যে মুখগুলোর ঝরত স্নেহ দৃষ্টি জুড়ে, 

অমাবস্যার তীব্র ছোবল হৃদপিণ্ডে 

জোনাক পোকা ঘুরেই মরে অন্ধকারে...


Rate this content
Log in

Similar bengali poem from Classics