বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

খড়কুটো – দুই

খড়কুটো – দুই

1 min
785



মাথার উপর আকাশ,

তার চেয়ে বেশি প্রয়োজন ঘরলগ্ন মাটি

দেহ জুড়ানো দু'দন্ড শান্তি, 

নামিয়ে ব্যক্তিগত বোঝার দায় পায়ের নিচে।


মাথার উপর ঈশ্বর, 

তার চেয়ে বেশি প্রয়োজন শ্রমলগ্ন হাত 

পেট জুড়ানো দু' মুঠো ভাত, 

সারিয়ে রক্তজলের উৎস সময়ের উদ্ভিদে।


মাথার উপর ঐশ্বর্য,

তার চেয়ে বেশি প্রয়োজন দেহলগ্ন বৃষ্টি 

ঢেঁকি জুড়ানো দু'ধামা ধান, 

মাখিয়ে আপন্ন অধিকার সংঘাতের ঘামে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics