চুম্বন জীবনের অবলম্বন
চুম্বন জীবনের অবলম্বন


লাগুক আঙুলের ছোঁয়া ঠোঁট পেরিয়ে বুকের অন্তরে
নামুক চুম্বনের স্পর্শে অজস্র বৃষ্টি শরীরের অন্তরঙ্গে।
হোক বৃষ্টি স্নানের অভ্যাসে ব্যাধি নিরাময়
ব্যথার উপশম নিজস্ব সংস্কার অধিকারে।
ঠোঁটের ছোঁয়া রেখে তোমার চোখের পলকের আড়ালে
হয়েছি তোমার হৃদয়। পেয়েছি আমার অনুভূতির গোত্র
তোমার নিঃশ্বাসের তাপে।
হঠাৎ করে এসে ধরো চুম্বনের বিভোরে
আমার যখন খুশির ভেতর নিবিড়-চাওয়া
দুঃখ-কষ্ট-ব্যথায় হৃদয়পাগল দমকা-হাওয়া
অভিমান নির্বাক অন্ধকারের কুশে সূর্য-ছায়া
মাটির নির্বাসনে।
দু’চোখ নির্ঘুম ক্লান্তির ছায়ায় নির্বিকার
অসহায় নিঃশ্বাস। উদ্ধত ঔষুধ অসুস্থতার
চরাচরের অভিসারে।
কাজের ফাঁকে আরও কাছে এসে
দু’চোখ বুজে আলিঙ্গনের অন্তরঙ্গতায়
চুম্বনের স্পর্শ মেখো আমার বোধ নির্বোধ হলে।
চুম্বন আশ্রয়ের অনুভূতি। সঙ্গতার প্রতিশ্রুতি।
কঠিন অর্থবহ প্রাণের পল্লবে শাশ্বত স্পন্দন।
অশ্রুতে অশ্রু কান্না ধুয়ে। নদীর যোজনা বিস্তারিত সাগরে।
অতৃপ্ত বুকের অন্তরে দুরন্ত হাওয়ার মন্তরে উন্মত্ত জীবন অনুক্ষণ।
চুম্বনের আগুনে পোড়ে ঠোঁট।
আকর্ষীর বন্ধনে পোড়ে চুম্বন।
কর্পূরের মতন উবে যায় সমস্ত মনের পীড়ন
আনন্দ দিয়ে আনন্দ নিয়ে অনন্ত বসন্ত প্রসবন।
ভালোথাকার চেষ্টায় ভালোবাসার চেষ্টায়
পৃথিবীর চেয়ে চুম্বনের সান্নিধ্য বেশি প্রয়োজন।
কারণে অকারণে সন্ধি সমাস চুম্বনের ব্যাকরণ
নিরক্ষর প্রেমে একমাত্র জীবন রাখার অবলম্বন।