STORYMIRROR

বিকাশ দাস

Abstract Romance

2  

বিকাশ দাস

Abstract Romance

গোলাপের আলাপ

গোলাপের আলাপ

1 min
498


জলের ঔরসে 

মাটির গর্ভে জন্ম তোমার। 

হাওয়ার আদরের স্পর্শে

সমস্ত প্রভা মাটির অঙ্কুরে

দু’চোখ আকাশভরা দৃষ্টি তোমার।

রমণ-বর্ণ সৌষ্ঠবভরা সৃষ্টি তোমার।


আকাঙ্ক্ষার সুগন্ধি জড়িয়ে পৃথিবীর কুঞ্জকুটিরের চৌকাঠে 

বসে আছো থাকবে বলে

বহুদূরের ঈশ্বরের দু’পায়।

বা কাছের প্রেয়সীর খোঁপায়।

হয়তো ভালোবাসার উপোষী ঠোঁটে রংমশাল হয়ে জ্বলবে বলে।

আলাপের সংলাপের ভেতর ভেতর হাঙ্গামার ঝড় তুলবে বলে।  

মন খারাপে হৃদয় পোড়ার গন্ধে সুখের আঁচ মনে ধরবে বলে। 

হয়তো সাজবে বলে

বর কনের বাসর শয্যায়

মৃত্যুর অমরত্বের মর্যাদায়

শেষমেশ

এক মুহূর্তের সুখ আর একসত্যির নিমিষে

চলে যেতে হবে মাটি-ধুলো-ধরার শিরীষে

অন্য এক অভিনিবেশে মাথানত কুর্নিশে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract