STORYMIRROR

বিকাশ দাস

Romance

1  

বিকাশ দাস

Romance

প্রমিস ডে কথা দিচ্ছি

প্রমিস ডে কথা দিচ্ছি

1 min
348


কথা দাও। রাখবে আমায়

তোমার পলক পশম উদ্দীপ্ত ছায়ায়

শুরু থেকে শেষ সুদূর কুসুম মায়ায়।  

আমার অপরাধ অদেখা করে, আমার অবোধ হৃদয় জেনে

তোমার নিবিড় ইশারার উদার ছোঁয়ার স্পর্শের বাঁধন টেনে 

আমার অস্তিত্ব, তোমার সোহাগের আবেগের নেশায় একাকার করে।

আকাশের আলোয় ঘর-সংসার প্রাণের নিঃশ্বাসে জীবনে কুশল ধরে।

আমি হারিয়ে গেলে কোন এক নির্জন দূরের ঘন অরণ্যে

খোঁজার হাহাকারে তোমার দু’চোখ কাঁদবে আমার জন্য।

    

আমিও কথা দিচ্ছি

পরিস্থিতির দুর্যোগ তুলে অন্ধকারের দরজা খুলে

আনবো অবাধ মঙ্গল সুখ তোমার গার্হস্থ্য কুলে 

সমস্ত আঘাত বুকের ভেতর গোপন রেখে

নিষ্কলঙ্ক শয্যায় চোখে ঘুমের আরাম মেখে

একান্তে ভালোবেসে যাবো জন্ম-জন্মান্তর তোমায়

অশান্ত হাত বেঁধে ঈশ্বরের দিব্যি-শিকলের দোহায়।


শুধু এইটুকু জেনো...

আমার হৃদয় নরম কোমল দুর্বার বুকে শিশির শীত

তোমার তাপের স্পর্শ সাঁঝ-সকালের কুসুমিত প্রীত।



Rate this content
Log in

Similar bengali poem from Romance