STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

খড়কুটো – এক

খড়কুটো – এক

1 min
1.0K



গাছের সবুজ পাতা হলদেটে হতে হতে 

হঠাৎ করে না বলে একদিন দিব্যি ঝরে গেলো।


নদীর জল উপচে দুপার ভাঙা স্রোত 

চাষার কাঁধে ক্ষতির বোঝার দিন দিয়ে গেলো।


ঘরের কাঞ্চন কনে শহর বেশ ভালো জেনে 

ফল ফলন্ত গাঁয়ের মাটির গন্ধ ভুলে গেলো।


কার সধবা আজ বিধবা হতেই শাঁখা পলা ভেঙে 

সিঁথির সিঁদুর মুছে চোখের জল ফেলে গেলো।


নারীর গর্ভে থাকে তার আগামী দিনের সাম্রাজ্য 

সংগ্রামের ভেতর সুখের রক্তঘাম ফেলে গেলো।


Rate this content
Log in