স্মৃতি পিছুটানে
স্মৃতি পিছুটানে
হ্যাঁ রে? আজও বৃষ্টিতে ভিজতে ভালোবাসিস তুই?
আজও খালি পায়ে মাঠে ছুটতে ভালো লাগে?
আজও মেঘলা দিনে , বারান্দায় বসে
চায়ের কাপ হাতে, মনে পড়ে আমার কথা?
আমার কিন্তু পড়ে,
যখন মন খারাপের স্মৃতি গুলো এসে জড়িয়ে ধরে,
তখন অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুটে,
প্রাক্তন আহা!
কলমে- আশালতা