সেই টিফিন বক্স
সেই টিফিন বক্স
হ্যাঁ রে সই,
মনে পড়ে সেই দিনগুলোর কথা,
অপেক্ষা করতাম দুজনে পাশাপাশি বসে
কখন ঘন্টা পড়বে টিফিন পিরিয়ডের,
উৎসাহ ধরত না দুজনের মনে,
কি জানি আজ আমার প্রাণের বন্ধুটা, কি এনেছে বাক্সে ভরে?
এরপরে হত অপেক্ষার অবসান,
পড়ত ঢং ঢং করে টিফিনের ঘন্টা,
কাড়াকাড়ি লেগে যেত দুই সইয়ের মধ্যে,
"ম্যাম, ও আমার টিফিন খেয়ে নিয়েছে"
বলে নালিশ দিতাম ঠুকে,
পরের পিরিয়ড জুড়ে চলত মানভঞ্জন।
এখন খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা,
যখন রুটি পরোটা যত্ন করে সাজিয়ে দি ,
ছেলেমেয়েদের টিফিনে,
খুব ইচ্ছে করে, যদি ফিরতে পারতাম মেয়েবেলার দিনে।।
কলমে-আশালতা
