STORYMIRROR

আশালতা Ashalata

Romance Tragedy Classics

4  

আশালতা Ashalata

Romance Tragedy Classics

মন কেমনের মাঝরাত

মন কেমনের মাঝরাত

1 min
283

যখন আকাশের কোলে নেমে আসে কালো আঁধারের ঢেউ,

তখন মনে পরে ভীষন তোমার কথা,

মনে হয় কবছর আগেও তো তুমি

ছিলে আমার কাছে, আমার পাশে

আমার স্বয়নে স্বপনে,

সবেতে মিশেছিলে তুমি।

এমনি রাতে, আকাশে উঠত রূপোর থালার মতন চাঁদ,

আমি তোমার হাতের উপর হাত রেখে

ছাদের উপর বসে বলে চলতাম কত কারণ অকরণের কথা।

"রাতের তারা আমার বড় প্রিয়" 

বলতাম আমি তোমার কাঁধে মাথা রেখে।

তুমি বলতে,"ধুর বোকা মেয়ে! তারারা যে রাতেই ওঠে।"

আজও রাতের তারা আমার খুব প্রিয়,

কেন জানো? 

কারণ ওই তারাদের ভিড়ে একটা তারা তুমি,

আমাকে রেখে তুমি চলে গেছো ওই তারাদের দেশে।

এখন আসোনা তুমি আমার মন কেমনের মাঝরাতে।‌।


কলমে-আশালতা



Rate this content
Log in

Similar bengali poem from Romance