STORYMIRROR

আশালতা Ashalata

Romance Tragedy

3  

আশালতা Ashalata

Romance Tragedy

আরো অতলে

আরো অতলে

1 min
139

এক চিলতে রোদ্দুরের উপর

জমেছিল ঈষৎ মেঘ,

বৃষ্টি হয়ে ঝিরিঝিরি করে ঝরতে শুরু করলো।

কিন্তু হঠাৎ এলো এক দমকা হাওয়া

উড়িয়ে নিয়ে গেল সে মেঘের প্রলেপকে,

আবার ঝিলমিল করে ফুটে উঠল রোদ

সেই হাওয়ার আস্তরণ আগলে রাখতো রোদকে।

আবার যাতে জমতে না পারে মেঘ,

আবার যাতে ঢেকে না যায় সে কালোর অতলে।

আজ আগলে রাখার জন্য আর সে নেই,

সে যে দমকা হাওয়া, সে তো হঠাৎই আসে, হঠাৎই চলে যায়।

আজ সেই রোদ্দুরের উপর আবার মেঘ জমেছে।

আবার তাকে আড়ালে চলে যেতে হয়েছে।

আজ সে একা , একদম একা।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance