STORYMIRROR

আশালতা Ashalata

Romance Tragedy Fantasy

3  

আশালতা Ashalata

Romance Tragedy Fantasy

ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো

1 min
177

ইচ্ছে ছিলো,

হাতটি তোমার ধরে,

হারিয়ে যাব সাতসমুদ্র তেরো নদীর পারে।

ইচ্ছে ছিলো,

খুব কোনো এক ভোরে,

তোমার সাথে উড়ে যাব,

নীল আকাশের কোলে।

ইচ্ছে ছিল,

শরতের বিকেলে,

পার করবো ওই সমুদ্র,

তোমার সাথে হেঁটে।

ইচ্ছে ছিলো,

মেঘলা কালো রাতে,

তোমার সাথে গুনবো তারা,

পাহাড়ের বুকে শুয়ে।

ইচ্ছে ছিলো,

তোমার সাথে হঠাৎ,

ছুঁয়ে আসব ওই রূপোলী চাঁদ।

ইচ্ছে ছিলো,

তোমার সাথেই গিয়ে,

মেখে আসব অল্প নরম রোদ।

ইচ্ছে ছিলো,

তোমার বুকে শুয়ে,

কাটবে জীবন হেসেখেলে।

তবে ইচ্ছে গুলো রইল তোলা,

হল না পূরণ,

মিথ্যেই তাই লিখে বেড়াই,

প্রেমের আলাপন।



Rate this content
Log in

Similar bengali poem from Romance