STORYMIRROR

Soumya Shankar Das

Tragedy

5.0  

Soumya Shankar Das

Tragedy

ভালোবাসাহীনঃ-

ভালোবাসাহীনঃ-

1 min
1.0K



অন্তিম ভালোবাসা দিয়েছি আকাশ ফুঁড়ে চলে যাওয়া পাখি গুলোকেই

এখন ক্লান্ত হৃদয় গভীর রাতের নগরীর মতো ফাঁকা 

এতোটাই ফাঁকা যে শব্দের প্রতিধ্বনির দাপট কপাল মাঝখান থেকে চিড়ে দিতে পারে!

আমার চারিধারে অন্ধকারের হ্যাজাক জ্বেলে চুপটি করে বসে রয়েছি 

অজানা, অপ্রত্যাশিত,অপ্রস্তুত কারো আগমনের আশা সারা শরীরে জড়িয়ে 

আরো তিপ্পান্ন বছর আমি এমন ভাবেই এখানে বসে থাকবো, 

অন্তিম ভালোবাসা দিয়েছি আকাশ ফুঁড়ে চলে যাওয়া পাখিগুলো কেই! 


তোমার বলতে যা কিছু আছে তা দৃঢ় ভাবে কান পাতলে বৃষ্টির মধ্যে শোনা যায়

প্রত্যেকটি শব্দ তোমাকে কাছাকাছি পাওয়ার শ্লোক উচ্চারণ করে বিড়বিড় করে

বিদ্যুৎ আমার সেই পবিত্র ধ্যান বিনষ্ট করে দেয় 

আমার সাথে এই ভাবেই প্রকৃতি এক নান্দনিক খেলায় মেতে ওঠে

অন্তিম ভালোবাসা দিয়েছি আকাশ ফুঁড়ে চলে যাওয়া পাখিগুলো কেই!


ক্লান্তির স্বপ্ন!

তোমায় ফিরে যেতে বলি বহুবার 

তাচ্ছিল্যের ত্রুটি ঘটাই না 

আমি ভালোবাসাহীন এক সূর্যের রশ্মি 

এক শালিকের অমঙ্গলের মতো করে পড়ে রয়েছি 

ওই ছোট্ট বাক্সটায় কটি শুকনো বিবর্ণ জবা সঞ্চিত আছে তোমার জন্য 

ফিরে যাও! 

ওটা নিয়েই তুমি ফিরে যাও!

অন্তিম ভালোবাসা দিয়েছি আকাশ ফুঁড়ে চলে যাওয়া পাখিগুলো কেই!


- বিধুশেখর 

(সৌম্য শংকর দাস)


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy