Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Soumya Shankar Das

Abstract

3  

Soumya Shankar Das

Abstract

তোমার নাম রাখবো ঢেউ

তোমার নাম রাখবো ঢেউ

1 min
812


তোমার নাম রাখবো ঢেউ ঃ-

----------------------------------------------


অলি গলির মধ্যে খুঁজে, ১৫ টা কচ্ছপের বাচ্ছা পেলুম

দুপুর বেলায় ঘোমটা টেনে ওই ফুটপাতে বসে থাকতো 

সাধের নাম রেখেছি আমার ছোট্ট বেলার বন্ধুগুলোর নামে 

লাস্ট ট্রামে করে ঘুরতে নিয়ে যাই ওদের,

আজ ধুলোমাখা সাইকেল টা করে বেড়িয়ে এসেছি, 

আকাশ চিড়ে চলে যাওয়া 

নীল ধ্রুবতারা টাকে ধরবো বলে!


একটা নীল কাপড়ে করে আমি ফাল্গুন মাসের হাওয়া নিয়ে নিয়েছি ক্ষানিকটা 

আজ ভোর রাতেও রাস্তা ভর্তি টাইম মেসিন পড়ে রয়েছে 

আমার আবার রবিবার না হলে চাঁদটাকে ঘুরে আসতে ইচ্ছে হয় না

আসলে এখানে মানুষের আত্মা নিয়ে গবেষণা করি আমি 

মানে প্রথিবীর দক্ষিন কোনে 

শুয়োরের মজ্জায় রক্ত ঢালবো আমার মাথার 

দেখবো এইভাবে আবার জীবিত হয়ে ওঠা যায় নাকি!


আজকাল আর ফুসফুস এর ব্যাথা চট করে কপালে উঠে আসে না 

সারারাত স্যাক্সোফোন বাজিয়ে যাচ্ছে, "ঢেউ" বলে একটি রমনী 

বলা হয় কোলকাতার সকল মানুষ ঢেউকে খুব ভালোবাসতো 

আর অমানুষ দের মধ্যে ভালোবাসতুম আমি!

খালি পায়ে ইচ্ছে করতো ওদের বাড়ির ছাদে উঠে পড়ি 

আর আমার পায়ে ফুটে যাক এত্তোবড়ো একটা ট্যাঁঙরা মাছের কাঁটা, 

তারপর আসতে-আসতে আমার গায়ে জ্বর আসুক

বিকেলের শেষের আকাশটা গাঢ় লাল হয়ে যাক!


কিন্তু আমার মাথা টা থাকুক ঢেউ এর কোলে 

তার হাত দুটো আমার বুকের উপর 


আজ আবার গলিতে কচ্ছপ খুঁজতে বেড়োবো 

জানি না পাবো কি না 

একবার বড়ালদের পুকুর পাড়ে দেখবো 

নাম রাখবো ঢেউ....... 


বিধুশেখর 

-( সৌম্য শংকর দাস)


Rate this content
Log in

More bengali poem from Soumya Shankar Das

Similar bengali poem from Abstract