যাবো তো
যাবো তো
এসো।
হাতটা ধরো আমার।
পিছনে হাঁটো।
চোখ বুজে, পেরিয়ে চলো,
পাহাড়, পর্বত,বনজঙ্গল,
সাগর, নদী, দ্বীপ।
যা পেরোনোর কথা ছিল,
কত, কতদিন আগে।
এক নয়, অজস্র্র জীবন।
পায়ের তলায় দুর্বা ঘাস
আর বনতুলসীর ঝোপ।
একটু আগে ঝরে যাওয়া বৃষ্টির
সোঁদা গন্ধ।
হয়তো বা মরুভুমি, অচেনা শহর।
আরো কত পথ পেরোনোর প্রতিশ্রুতি
মনে আছে ?
যাব তো। যেতেই হবে সামনের দিকে।
একবার শুধু পিছনে যাই।
ছুঁয়ে আসি আইফেল টাওয়ার,
সেইন নদীর জল।
তারপর, চলে যাব
বিনা প্রতিবাদে।
ততক্ষণ হাতে থাক হাত ।

