প্রিয় মিষ্টি
প্রিয় মিষ্টি
প্রিয় মিষ্টি - মিষ্টি হাসি দিয়ে তুমি পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাব দূর আকাশের নীলে,
তোমায় নিয়ে আমার বুকে অনেক বড় আশা,
সারাজীবন যেন পাই তোমার মিষ্টি ভালোবাসা।
সোনালী চিল হয়ে উড়ব তোমার হৃদয়ের আকাশে
শিশির ভেজা শিউলী আমি, ভাসব প্রেমের বাতাসে,
প্রিয়া, আমি তোমার কাছে বার বার ফিরে আসবো
তোমাকেই আমি বার বার বহু রূপে ভালোবাসবো।
বোবা চোখে অভিমানে জ্বলব আর কতদিন একা
প্রেমের স্রোতে আর কতদিন একাকী ভেসে থাকা,
তোমার মাঝেই দেখেছি শুদ্ধ প্রণয়ের অন্তঃপ্রান
তোমার দিকে ছুটে যায় আমার প্রেমের জলযান ।
তোমাকে নিয়েই লিখে যাব প্রণয়ের চতুর্দশপদী
তোমার স্নিগ্ধ হৃদয়ে হব প্রেমের বরফগলা নদী,
প্রিয়া,তোমায় ভালোবেসে আমি আসব ফিরে ফিরে
সন্ধ্যাতারা হয়ে তোমার মনে জ্বলব মিটিমিটি করে।
মনটা আমার দিলাম তোমায় যতন করে রেখ
হৃদয়ে ভালোবেসে আমার প্রেমের ছবি এঁকো,
অনাগত স্বপ্নগুলি আর সাজিয়ে দিলাম আশা
ফিরিয়ে কি দেবে তুমি তাও আমার ভালোবাসা?

