শুভ জন্মদিন
শুভ জন্মদিন
Nov. 19 Birthday Team A
শুভ জন্মদিন
মানিক চন্দ্র গোস্বামী
সুন্দর এই সোনালী সকাল,
এমন উজল দিন;
শুভ হোক তোমার জন্মদিন।
প্রকৃতি খুশি জন্মের শুভক্ষণে,
পুষ্প ফুটেছে বাগিচার প্রতি কোণে;
খুশি ওড়ে মুক্ত পাখির ডানায়,
উড়ছে খুশি মনের আঙিনায়।
পৃথিবীর আলো প্রতিভাত তোমা মুখে,
চাঁদের স্নিগ্ধ দীপ্তি তোমার চোখে।
জোছনা আরো সুন্দর আজ তোমার জন্মদিনে,
আঁধার সরিয়ে আলোর ঝিলিক আল্পনা দেয় বুনে।
বাঁশির সুরে আঘাত হানে হৃদয়ের আকুলতা,
রঙিন এমন সুখের দিনে প্রত্যাশী সফলতা।
নদীর জলে ঢেউ লেগেছে,
তরু শাখায় দোল;
সুবাস ছুটেছে বাতাসের বেগে,
মর্মরে মধু বোল।
প্রকৃতি দিয়েছে উপহার ঢালি তোমার জন্মদিনে,
চিন্তায় আমি, কি দেব তোমায়, ভালোবাসাটুকু বিনে।
বাকি রয়ে গেলো অনেক কথা,
খুশিতে আসে না ভাষা;
হৃদয় দুয়ার রয়ে গেলো খোলা,
পূর্ণ হউক আশা।

