যদি কখনো
যদি কখনো
যদি কখনো
যদি কখনো প্রেমে পড়তে বাধ্য হই,
তবে তোমার মনের কোনে আমাকে একটু জায়গা দিও,
আমি না হয় বুড়ো বয়সেও সেই জায়গাটুকু আগলে রেখে,
তোমার প্রেমে পড়তে আবারও বাধ্য হবো।
.
যদি কখনো প্রেমে পড়তে বাধ্য হই,
তবে তোমার দুচোখে কাজলটুকু গাঢ় করে দিও,
আমি না হয় বুড়ো বয়সেও সেই কাজলকালো চোখের মায়ায়,
তোমার প্রেমে পড়তে আবারো বাধ্য হবো।
.
যদি কখনো প্রেমে পড়তে বাধ্য হই,
তবে তোমার মন পত্রটুকু আমার ঠিকানায় দিও,
আমি না হয় বুড়ো বয়সেও সেই
পত্রের উত্তর দিয়ে তবেই মরবো।
.
যদি কখনো প্রেমে পড়তে বাধ্য হই,
তবে তোমার ভালোবাসা শুধু আমার জন্য রেখো,
আমি না হয় বুড়ো বয়সেও সেই ভালোবাসার পাওয়ার অপেক্ষায় থাকবো।
.
যদি কখনো প্রেমে পড়তে বাধ্য হই,
তবে তোমার অভিমানগুলো আমার জন্যেই রেখো,
আমি না হয় বুড়ো বয়সেও সেই অভিমানগুলো ভেঙ্গে দেয়ার চেষ্টা করবো।
.
জানি,বুড়ো বয়সেও
প্রেমে পড়তে নেই বারন,
তবুও তোমার কল্পনায় আমার আগমনের এই একটাই কারন।
লেখাঃ কামরান চৌধুরী

