বিজয়ের উল্লাস
বিজয়ের উল্লাস
বিজয়ের উল্লাস
উল্লাস আজও উল্লাস
আনন্দের আজ জয়ধব্বনি,
বিজয়ের উল্লাসে মাতবে দেশ
বাজবে কামানের প্রতিধ্বনি!
সাবাস হে বীর বাঙ্গালী
রক্তিম সূর্যে এনেছো বিজয়,
দিয়েছো আত্মত্যাগ,হয়েছো মহান
মোদের কাছে তোমরাই গর্ব,
তোমাদের জানাই শ্রদ্ধা ও সম্মান।
এ যেনো বিজয়ের উল্লাস
রেসকোর্সের সেই মহান নেতার
অদম্য সাহসের বজ্রকন্ঠের সফলতা।
এ যেনো বিজয়ের উল্লাস
আজও আকাশে উড়ছে দেখো
বিজয়ের সেই লাল সবুজের নিশান ।
বিজয়ের উল্লাসে ঘেরা মোর স্বদেশ,
একান্নতে এ যেনো এক আনন্দের নেশা।
তাই উল্লাস আজও উল্লাস।
লেখাঃ কামরান চৌধুরী
