STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Fantasy Others

3  

Kamran Chowdhury

Abstract Fantasy Others

অবহেলা

অবহেলা

1 min
334


অবহেলা আমার নিত্য দিনের অতিথি

আমার নিত্যদিনের বিস্ময়কর উপহার,

আমি যতবার অবহেলার কাছে নিমন্ত্রণ পাঠাই নি-

ততবার অবহেলা বিনা আমন্ত্রণে আমার জীবনে বার বার অতিথি হয়ে ফিরে আসে!


এই অবহেলার যেন কোনো সময় জ্ঞান নেই

কখনও গ্রীষ্মের প্রখর রোদের মতো কিংবা-

শীতের চাদর জড়িয়ে অবহেলা যেন বারবার ফিরে আসে,

বিবেকহীন রক্তে মাংসে গড়া মানুষের মতো।


কেনো অবহেলা এভাবে ফিরে আসে?

আমি তো অবহেলা চাই নি!

আমি শুধু চেয়েছি এক রাশি হৃদ্যতা ,

যেখান থেকে বার বার ফিরে আসবে আমার বুকের উষ্ণতা।


অবহেলা আমায় ভীষণ একা করে দেয় যখন-

নিজের মধ্যে নিজেই একাকী ঘর বাঁধি।

সে ঘরে নিজস্ব কোনো আলো নেই,

 আছে শুধু অন্ধকার ঘেরা আবেগ।

 

 অবহেলা আমার পিছু ছেড়ে যাবে

যেদিন নিজে হঠাৎ হারিয়ে যাবো।

কোনো এক দূর অজানার প্রান্তরে

সেখানে আমার আত্মা থাকবে-

 অবহেলা হয়তো থাকবে না। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract