STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Romance Inspirational

4  

Kamran Chowdhury

Abstract Romance Inspirational

অভিলাষী

অভিলাষী

1 min
8

যেভাবে বহুদিন অপেক্ষায় থাকে অনাথ শিশু

একদিন তার বাবা-মা ফিরে আসবে, তাকে জড়িয়ে ধরে তার যত পুরানো জ্বরে কাঁপানো—থমথমে শীত থামিয়ে দেবে,

ঠিক সেভাবেই অপেক্ষায় থাকি আমি তোমার জন্য।


আমি তোমার মধ্যে আপন কাউকে খুঁজি

খুঁজতে থাকি দীর্ঘ বসন্ত, শান্ত মনের সুখ,

এলেমেলো যত বায়না; আগলে রাখা বুক।


বসন্ত ফিরে আসে,বসন্ত চলে যায়

তবুও তুমি ফিরে আসো নি,

এখনো লেকের ধারে কুসুম বৃক্ষের গাছে—

নানা রঙের আভা দেখা দেয়; তোমার চোখে আমি যেন সেই আভায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সৌন্দর্য দেখি।


এখন তুমি কাছে নেই

দূরে আছো; অনেক দূরে,

তোমাকে কল্পনা করি যতদিন হৃদয়ে পুরানো দাগ থাকে। 

..............................................

অভিলাষী 

কামরান চৌধুরী


Rate this content
Log in

Similar bengali poem from Abstract