আমার যে ঘুম ভাঙে
আমার যে ঘুম ভাঙে
স্বাধীনতার জন্য আমার যে ঘুম ভাঙে;
সেই ঘুম থেকে উঠে আমি শুনি খাঁচায় থাকা পাখির আর্তনাদ,
আজ স্বাধীনতার জন্য আমি শুনি ধর্ষিতা বোনের,সন্তান হারা মায়ের কি করুণ চিৎকার!
টেকনাফ থেকে তেঁতুলিয়া—
একটি স্বাধীনতা বুকে নিয়ে হাঁটতে গেলে ভাবতে হয় দেশের কথা,ভাবতে হয় লাখো শহীদের ঝড়ে পড়া রক্তের কথা,
অথচ এই স্বাধীনতার সুযোগ নিয়ে মাতৃভূমিকে ঢেকে দিচ্ছি বিনা মর্মার্থে;
স্বাধীনতার জন্য আমার যে ঘুম ভাঙে....
