বন্ধু চাই
বন্ধু চাই
আমার একজন বন্ধু চাই,
আমার একজন রক্তে মাংসে গড়া মানুষ চাই,
যার সরলতা,আবেগ এবং ব্যস্ততার মধ্যেও আমায় মনে রাখবে খুব।
আমার একজন বন্ধু চাই,
আমার একজন মন ভালোর করার ডাক্তার চাই,
যে আমার সকল দুঃখের গল্প শুনে আমায় চিকিৎসা দিবে—
আমায় ডিপ্রেশন থেকে মুক্তি দিবে।
আমার একজন বন্ধু চাই,
আমার একজন অমলীন সম্পর্কের সেই মানুষটিকে চাই,
যার অগাধ বিশ্বাসে বন্ধুত্বের সেই—
সম্পর্কের যেনো একটা নাম রাখা যায়।
"বন্ধুত্ব" নামটিও এই যুগে মন্দ নয়!
আমার একজন বন্ধু চাই,
যার মনের কথা আমার যেন বুঝতে কোনো দ্বিধা থাকবে না,
এমনকি আমার মনের জমানো কথাগুলো—
তার বুঝতে কোনো দ্বিধা থাকবে না,
সন্দেহ হবে না।
আমার একজন বন্ধু চাই
শুধু একজন বোঝার মানুষ চাই,
সে হোক ভিন্ন বর্নের মানুষ,
তবুও তাকে আমার চাই।
আমার একজন বন্ধু চাই।
