STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Tragedy Classics

4  

Kamran Chowdhury

Abstract Tragedy Classics

কবি

কবি

1 min
311

যে মেয়েটি সারাদিন বিষন্নতা নিয়ে ভুগছিলো

সে ভেবেছে তাঁর আজ দুঃখের মাথাব্যথা হয়েছে,

চোখ দুটো ডেকেছে হরতাল-অবরোধ।


কেউ এসে তাঁর চোখে ঘুম এনে দেবে

সে ছোট্ট লক্ষ্মী মেয়েদের মতো নিজের কাছে বায়না করে,

চাঁদ যেন তার চোখে ঘুম এনে দেয়।


অতঃপর তাঁর মধ্যে থেকে হঠাৎ এক করুণ চিৎকার শুরু হবার পর,

মেয়েটির চোখে চিরকালের গভীর ঘুম ফিরে এলো।

তাঁর দুচোখ বন্ধ, অথচ দুঃখগুলো নির্ঘুম।

যে মেয়েটির নির্ঘুম দুঃখ দেখেছে সে ছিল কবি।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract