STORYMIRROR

Njh Y

Romance Classics

4  

Njh Y

Romance Classics

কালো গোলাপ....

কালো গোলাপ....

1 min
300


তুমি কখনো কালো গোলাপ দেখনি,

তাই তোমার জন্যে আমার-

প্রাইভেটের টাকা মেরে কেনা কালো গোলাপের চারা-

আজ আমার বাসার ছাদে শুকিয়ে গেছে।কারণ-

বহুদিন পানি দেইনা। কারণ-

তোমাকে দিতে পারি নি। 

আমি বেঁচে আছি - এই নিঃসঙ্গ শহরে,

গোলাপের চারাটিও বেঁচে আছে- ঐ শুষ্ক টবে,

উভয়েই জীবন্মৃত। 

কালো গোলাপের চারাটি ভাবে;আমি তাকে অবহেলা করছি। আর, 

আমি জানি; তুমি আমাকে অবহেলা করেছ। 

অর্থাৎ, তুমি কালো গোলাপর চারাটিকে অবহেলা করেছ-

যা ঐ গোলাপের চারাটি জানে না। 

সে বৃষ্টির অপেক্ষায় থাকে, 

আমিও অপেক্ষা করি-পরিত্যাক্ত স্টেশনে দাড়িয়ে-

অপ্রত্যাশিত কিছুর আশায় । 




Rate this content
Log in

Similar bengali poem from Romance