আসছি ফিরে 🥀
আসছি ফিরে 🥀
ওই আকাশের চাঁদের আলোয়
মুক্ত মেঘের মেলায়,
প্রতিদিন দেখি ছবিটা
সেদিন বিকেল বেলার।
বাধ্য ছিলাম সেদিন আমি
বোঝাতে পারিনি তোমায়।
বুঝতে তুমিও চাইলে না একবার
মুখ ফেরালে সেথায়।
সময় শেষ হয়েছে এবার
সকল ভুল বোঝার।
সকল দ্বন্দ শেষ করতে
ফিরছি আমি আবার।
অপেক্ষা আর কিছু দিনের
আসছি আমি ফিরে,
নতুন করে ভালোবাসার ঘর
বাঁধবো তোমায় ঘিরে।।

