বাৎসরিক
বাৎসরিক


আমার মায়ের খুঁদকুড়ো
ভাসিয়ে দিই নদীর জলে
জলের ঢেউয়ে ভেসে যায় তিল,
হরিতকী, শুকনো ফুল আর
নিভে যাওয়া ধূপ, বাসি মালা ।
ভেসে যায় মায়ের স্মৃতি, নাভি
ডুব দিয়ে উঠে আসি আমি... শুদ্ধ।
নতুন ধানের গন্ধে ভরে ওঠে উঠান
মায়ের গায়ের গন্ধে ভরে ওঠে আমার স্মৃতি;
কুয়াশা মাখা ভোরে মায়ের স্মৃতি আবছায়ায় মিলিয়ে যায় ...