অংশ
অংশ
যদি সত্যিই একদিন চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে
ছেড়ে এই ঘর বাড়ি , বিছানা , ঘরের প্রতিটি কোণে ধূলোর আস্তরনে
বারান্দার রেলিং দিয়ে আসা মরা রোদ্দুরে , আমি থমকে থাকব
বাড়ির প্রতিটি কোণে আনাচে কানাচে আমার হাতের ছোঁয়া
পায়ের চিহ্ন ভালোবাসার স্পর্শ রয়ে যাবে
আমার কথা ফিসফিস করে আলোচনা করবে এই আরাম কেদারা,
গ্রামোফোন ,বইয়ের তাক,খোলা বইয়ের পাতা, পড়ার টেবিল,
যেন এইমাত্র উঠে গেছি আমি অর্ধ সমাপ্ত বই খোলা রেখে--------
শুধু তোমার মধ্যে আমার কোনো অংশকে কি খুঁজে পাবে?
তোমারও কি মনে পড়বে কোনদিন সেই স্মৃতির অংশ যা আমরা একসঙ্গে কাটিয়েছিলাম?
আমার রক্ত , আমার জিন , তোমার শরীরে লালিত হচ্ছে -----
আজ যদি এই মূহুতে হঠাৎ ডাক আসে চলে যেতে হ্য় সব ছেড়ে মায়ার বন্ধন !
তোমার মধ্যে রয়ে যাব আমি অংশমাত্র নয় পূর্ণ হয়ে ।