মোমবাতি মন
মোমবাতি মন
দিন চলে যায় তুমুল সময় রাতও যায় অবশেষে
মন মোম বাতি আদরে জ্বালাতে এখনও এলো না সে।
নিভু নিভু আঁচ আগুন ছোঁয়াচ, শরীরে আঙ্গুল ছাপ
মন চলে যায় দূর জানালায় নিভৃত স্মৃতির তাপ।
মেঘে ঢাকা দিন বিষন্ন মলিন ধূসর বিষাদ ছায়
মন মোম বাতি আদরে জ্বালাতে আজ একবার আয়।
কাঁঠচাঁপা ফুল , ঝরানো বকুল, মুঠোর হলুদ খানি
তুই এলে পরে গোধূলি আকাশ আবির ঢালবে জানি।
দিঘি 
; হয়ে আছি মন মৌমাছি অকুলান তোর সুখ
ভাবি খালি আজ দেব তোকে নিয়ে চোখের জলেতে ডুব
নিকানো উঠান সাজানো বাগান সব তোর প্রতীক্ষায়
সব কাজ ফেলে বসে আছি আমি কখন আসবি দরজায়।
ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাঁট তোর খবর এনে দিল
সত্যি বল তো আমার বাড়ি কি এতটাই দূর ছিল?
অবাক দুচোখে থতমত মুখে হঠাৎ" দরজা খোলো"
মৃদু হেসে বলল সে খালি "ভীষন দেখতে ইচ্ছে হল"।