আজ বরষার নিমন্ত্রনে-
আজ বরষার নিমন্ত্রনে-


মেঘ রঙা খামের ভিতর বৃষ্টিকণার ফোঁটা
বষা পরবের নেমন্তন্নে তোমায় চিঠি দেওয়া
নাই বা এলে চিঠির সঙ্গে অনেকখানি স্মৃতি
পুরোনো সেই দিনের সুবাস আপন করে নেওয়া।
মনে আছে আজও বর্ষা তোমার প্রিয়
শ্যামল ছায়ায় বাদল ঘেরা দিন
স্টেশান পাশের গ্রামখানিকে নিবিড় করে নিও
নানান রঙের মধুর স্মৃতিতে বিলীন।
এখানে এখনও বষা ভেজায় বষা কাঁদায় রাতে
শ্রাবন দিনে আকাশ মেদুর উদাস বাউল মন
ইচ্ছেরা সব ডানা মেলে ওড়ে কল্পনাতে
ভালো মন্দের দোলাচালে দোদুল সারাক্ষণ।
দূরের মাটিতে ছড়িয়েছ শিকড় ডালপালা জানলাতে
সেখানকার রেইনি পাটিতে সোঁদা গন্ধ পাও?
নেমন্তন্ন নাই বা নিলে চূর্ন মেঘের সাথে
মেঘবালিকার অন্তরের ভালোবাসা নাও।