ঋণ
ঋণ


এখন দুঃখদিন
সারা রাত পথ আলো ছায়াময় ,
তারারাও সরে গেছে আলোকবর্ষ দূরে
এখন বিচ্ছেদ সময় ।
ছায়াপথ মাখা আলো আঁধারিতে
ছাতিম গন্ধ ভরা শ্বাস ,
অভিমানী সুখ রেখে গেছে বিছানা জুড়ে ,
অসুখের আভাস ।
তবুও ফিরে আসে দিন
ভোর হয় কালো রাত
বুকের গভীরে জমানো কান্নারা
তোমার ছোঁয়ায় হঠাৎ জলপ্রপাত ।
যদি ফিরে আসো কোনদিন
ভুলে যাওয়া ঠিকানা চিনে
দেখবে আজও জড়িয়ে আছি
একান্ত ব্যক্তিগত ঋণে ...