মৃত্যুদিন
মৃত্যুদিন


সাব্যস্ত করেছ আমাকেই দোষী বলে
ধার্য করেছ মৃত্যুদিন
তবু বাঁচি আজও ক্রুশকাঠ বুকে নিয়ে
স্বপ্ন নিয়ে বাঁচি একলা উদাসীন !
হত্যাকে করেছ হাতিয়ার
মুছে দিতে পারবে সব রং ?
যে রঙে বেঁচে আছে তোমার আমার
গোপন সব শরীরী নরম !
অস্ত্রের ধারালো ফলা
গেঁথে দিতে পারো শরীরে আবার !
পারো না কেড়ে নিতে সেসব স্মৃতি
যা শুধু রয়ে গেছে একান্তই আমার ...
মৃত্যুই নাকি একমাত্র সত্যি
চলে যাওয়াটাই স্বাভাবিক সবার
আছে থেকে একেবারে নেই হওয়ার আগে
তোমাকেই দিয়ে যাব উত্তরাধিকার ...