পুনর্জন্ম - আত্মার পুনরুদ্ধার
পুনর্জন্ম - আত্মার পুনরুদ্ধার
এক সময় আমি হারিয়ে গিয়েছিলাম—
নিঃশব্দের নিচে চাপা পড়ে গিয়েছিল আমার সমস্ত চিৎকার।
স্মৃতি হয়ে উঠেছিল বোঝা
ভবিষ্যৎ মানে ছিল শুধু এক শূন্য অপেক্ষা।
আমি প্রতিদিন বেঁচে থাকতাম—
কিন্তু আসলে কিছুই টের পেতাম না।
নিজের অস্তিত্ব যেন ঠোঁটের ফাঁকে ধরা
কোনো ভুল উচ্চারণের মতো হয়ে উঠেছিল।
তারপর একদিন
ভোরবেলা আমি পাখির ডাক শুনে চমকে উঠি—
অনেকদিন পর মনে হলো
এই পৃথিবী এখনো গান গায়।
একটি ফুলের উপর জল জমে ছিল—
তাকে দেখে মনে হলো
ভালোবাসা শুধু সম্পর্কের নয়,
নিজেকেও ভালোবাসা যেতে পারে।
আমি শুরু করলাম হেঁটে চলা—
না কোনো গন্তব্যে নয়...
না কোনো পরিচিত মুখের দিকে,
শুধু নিজের দিকে
যেখানে এক ভাঙাচোরা আত্মা
আবার ধীরে ধীরে গড়ে তুলছে নিজেকে।
সেখানে।
পথে পড়ে ছিলাম পুরোনো আমি—
যে কাঁদত, ভেঙে পড়ত, দৌঁড়ে পালাতে চাইত
আমি তাকে তুলে নিতাম কোলে
বলতাম—
তুমি এবার বিশ্রাম নাও
এবার আমি বাঁচবো— নিজের জন্য।
আমরা একাধিকবার জন্মাই
প্রতিবার যখন নিজেকে ক্ষমা করি—
সেই মুহূর্তেই আত্মার পুনর্জন্ম ঘটে।।
