গোপন প্রেম..
গোপন প্রেম..
1 min
799
তোমার চোখে সন্ধ্যা নেমে আসে
তারায় তারায় নক্ষত্র জ্বলে
আমার চোখে তখন কালোমেঘ
তোমার দিকে তাকাই কৌতুহলে.....
তোমার ঠোঁটে রাতের ছবি আঁকা
হাত ছোঁয়ালে জ্যোৎস্না ভেসে যায়
আমার আমি বরফশীতল নদী
চকমকিরা ভীষণ নিরুপায়....
তোমার কণ্ঠ ভৈরবী রাগে বাঁধা
শান্তপায়ে ভোরের আগমন
আমি তখন দেশান্তরী পাখি
অন্যদেশে আবার আলাপন....
তোমার আমার নিত্য আসা যাওয়া
আমার তোমার খামখেয়ালিপনা
তুমি আগুন,, আমি অঝোর বৃষ্টি
কাছে আসার সাঙ্কেতিক বাহানা...