বেঁচে থাকার সময় খুঁজি
বেঁচে থাকার সময় খুঁজি


আমার ইচ্ছে তোমার পলকের নীচে
অশ্রুর বাঁধ হয়ে থাকি ।
তোমার ইচ্ছের বয়সের সঙ্গে
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।
বৃষ্টির মতো মাটির মতো
হৃদয়ের সব সংকেত তোমার শরীরে
খুব কাছের শরিক হয়ে থাকি ।
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।
তোমার ঠোঁটের উষ্ণ ইশারায়
আমি প্রেমিক জেনে শরীর পোড়ায়
সব মরসুমী আমেজের গন্ধ বিলাসে
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।
নামলে রাত অন্ধকারে চোখের পাহারায়
তোমার হাত মাখি
ভালোবাসার বৃষ্টির ফোঁটায় ।
পরিস্থিতির দমকা হাওয়ার খোঁটায়
ঘরের খিল আগলে রাখি ।
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।
হৃদয়ের আকাশে আগুন পাখি
স্পর্শ খেলায় পরস্পররের
সন্ধ্যাগাছের জানলায় চাঁদ রাখি
তোমার হাতে উত্সবের সুখ
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।
অধিকার আঁকড়ে তোমার ভালে
নতুন টিপ আঁকি ।
শুকনো পাতার পালঙ্কে
ঘুমের চাদর দুহাতে বিছিয়ে রাখি
আমার বেঁচে থাকার সময় খুঁজি ।