গোপন প্রেম
গোপন প্রেম


কেন তবে কাছে এসেছিলে
কেন বেঁধেছিলে বাহুডোরে
তোমার পরশে প্রশ্রয়ে
স্বপ্নেরা আজও বেঁচে ফেরে।।
উচ্ছ্বল হাসি ছিলে তুমি
দিনরাত কেটে যেত সুরে
কিছু পথ একইসাথে হাঁটা
স্বপ্নেরা নীড় খুঁজে মরে।।
কিছু পথ হলনা যে চলা
কিছু গান এখনো যে বাকি
তোমারই অপেক্ষায় মন
কিভাবে যে সামলিয়ে রাখি।।
রাত কাটে শিত তারা গুনে
উপোসী দুচোখ খুঁজে যায়
তোমার শরীরে থাকা গন্ধ
লেগে আছে বুকের জামায়।।
কিছু কথা পেল না যে ভাষা
একা চাঁদ শুয়ে জ্যোৎস্নায়
শেষরাতে ফিরে গেছ মন
স্বপ্নরা একা ভিজে যায়।।
গান বাঁধে মনহীন কায়া
তোমারই পথের পানে চেয়ে
তোমারই চোখের প্রশ্রয়ে
ভালোবাসা আজও আছে ছেয়ে।।
চলে যাবে যদি ভেবেছিলে
কেন তবে কাছে এলে মন
কেন বলেছিলে ভালোবাসি
ভালোবেসে যাবো আজীবন।।
মন দেওয়া নেওয়া বিনিময়
চাঁদ আজও জ্যোৎস্নায় ভাসে
সাঁঝবাতি কবে গেছে নিভে
স্বপ্নেরা তবু ফিরে আসে।।।।