প্রেম সতত মধুর
প্রেম সতত মধুর


(১)
যে ফুল রাখো নিত্য
দেবতার চরণে
সে ফুলে ভরো চিত্ত
আমার মরণে।
(২)
দুটি আঁখির মিলনে
শুধু বর্ষা দেখি
সারা মন ভিজে
হল আমার একি।
(৩)
সময় ধুয়ে যায়
জীবনের যত ক্ষত
প্রেমের সুন্দরতায়
ফোটে ফুল অবিরত।
(১)
যে ফুল রাখো নিত্য
দেবতার চরণে
সে ফুলে ভরো চিত্ত
আমার মরণে।
(২)
দুটি আঁখির মিলনে
শুধু বর্ষা দেখি
সারা মন ভিজে
হল আমার একি।
(৩)
সময় ধুয়ে যায়
জীবনের যত ক্ষত
প্রেমের সুন্দরতায়
ফোটে ফুল অবিরত।