প্রিয়তমা
প্রিয়তমা
1 min
2.6K
প্রিয় তোমায় যে ভালোবেসে ফেলেছি
আমি কি কোনো ভুল করেছি,
জানো পারিনা এড়াতে তোমায়
শুধু কি তোমার ওই রূপের মায়ায়,
নাকি অন্য কোথাও আবদ্ধ হয়েছি
যেখানে শুধু তোমায় খুঁজে পেয়েছি,
পারোনা তোমার হৃদয়ে জায়গা দিতে
আমি শুধু ওটুকুই চেয়েছি পেতে,
নাকি সারাজীবন কল্পনাতেই থাকবে
যেটা দেখে সবাই আমাই পাগল ভাববে।।