ভাঙা কবিতা
ভাঙা কবিতা


(১)
শিলঙের কোনো এক পাহাড়ের ধারে,
আবার কখনো আমাদের দেখা হতে পারে।
(২)
শেষ হয়ে আসে যাহা কিছু ছিল সঞ্চয়,
আগুনের কাছে যাওয়া এখন আর সংগত নয়।
(৩)
চশমার কাঁচ ভিজে যায় কুয়াশার জলে,
আজও তার সাধ জাগে ডুব দিতে সে অকূল অতলে।
(৪)
কিছুই কি বাকি নেই তবে?
কতটা অপেক্ষা জমে অপেক্ষারও শেষ হতে হবে?
(৫)
ভাঙা চাঁদ রাতশেষে ছুঁয়ে যায় তাকে,
এখনো কি ভালোবেসে সে আমায় কোজাগরী ডাকে?