STORYMIRROR

Snigdha Chakravarty

Romance Tragedy

4  

Snigdha Chakravarty

Romance Tragedy

নীল ডাইরি থেকে

নীল ডাইরি থেকে

1 min
881

শরীরে শরীর মিশে থাকা ততখানি নয়,

যতখানি চোখে চোখ রেখে চলে যেতে পারা।

বিষণ্ণ বিকেলের গাল জুড়ে যত জল জমে আছে,

তত জল তুমি কোনো কাব্যেও পাবেনা।

নাটকের সমস্ত সংলাপ শেষ হলে পরে-

সবাই একবার করে ভালোবেসে পাহাড়চূড়ায় বেড়াতে যায়।

কেউ কেউ তারপর মেঘে ঢাকা তারা হয়ে খসে পড়ে টুপটাপ।

অথচ, আমি যতবার পাহাড়ের খাদে গিয়ে দাঁড়িয়েছি,

ততবার সমতল এসে মিশে গেছে পথে।

যতবার ভালোবেসে ঝাঁপ দিতে গেছি,

ততবার অন্ধকার এসে আমার হাত ছুঁয়ে গেছে।

আগুনের দিকে যতবার ছুটে গেছি ততবার শুনেছি-

হে আলো, একবার অন্ধকার হও।

প্রেমিকেরা অন্ধকারে থাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance