কিছু অন্ধকার
কিছু অন্ধকার
যে চোখ নেয়নি কোনো প্রেমিকের ঋণ,
সে চোখ জীবিত নয়, আদতে কফিন।
যে হাতে চালধোয়া জল লেগে আছে,
সে হাতও কবিতা হয় প্রেমিকের কাছে।
যে চোখ ছুঁয়েছে আজ শ্রাবণের ক্ষত,
সে চোখ কাব্য ছুঁলে কবিও আহত।
যে মেঘ কাকভিজে চোখের কিনারে,
সেই মেঘ গেছে বলে- ভালোবাসি তারে।
যে ব্যথায় সেতু হয়ে বেজেছে সেতার,
সে ব্যথা বলেছে শুধু- এ নিয়তি, 'সে তার'।
যে বাঁশি জ্বেলেছে ক্ষত অভিসার রাতে,
সে বাঁশি গিয়েছে চলে রাধিকার সাথে।