বন্ধু
বন্ধু


ভাবছি যখন
ফিরব না আর
ঠিক তখনই
ঠিক তখনই বন্ধুরোদে
বৃষ্টি ঝরে...
বৃষ্টি ঝরে বুকের ভিতর
ভীষণ ভীষণ বৃষ্টি ঝরে !
হয়তো তোমার বন্ধু সেও
হয়তো বা না...
কিন্তু তবু দু'হাত ধরো...
আজ অন্তত
আজ অন্তত বিষণ্ণ মুখ সরিয়ে রেখে
তুমিও তার দু'হাত ধরো।
কয়েক হাজার আলোকবর্ষ
পেরিয়ে এসে...
জমাট বাঁধা অন্ধকারে
কে আর থাকে তেমন আপন?
ছন্নছাড়া নিজের ছায়া
দাঁড়িয়ে থাকে নিজের পাশে
বিষণ্ণ এই কলকাতাতে
কে আর থাকে তেমন আপন?
কিন্তু তবু
কিন্তু তবু আজকে তাকে
বুকের ভিতর জড়িয়ে ধরে
অল্প একটু প্রতিশ্রুতি
ছড়িয়ে দাও এই বাতাসে
তাকে ধরে দাঁড়িয়ে থাকা
এছাড়া আর...
এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই তোমার কাছে।
ছড়িয়ে দাও এই আকাশে
তাকে ছাড়া তুমি আজও ভীষণ একা
ভীষণ ভীষণ ভীষণ একা...