STORYMIRROR

Namrata Dutta

Romance

4.8  

Namrata Dutta

Romance

আলোকচিত্র

আলোকচিত্র

1 min
684


রোদ্দুর জোড়া গালিচা মোড়া মখমলি এক হাওয়া,

লাগলো প্রাণে ষোড়শী তানে আলগা মেঘের সওয়া।

নিরুদ্দেশের বাতিরা দেয় আলগোছে এক চুম্বন,

আঁকাবাঁকা পথ ধরে সরে যায় অনর্থক তীব্র শ্রম।

সন্ধ্যাতারা জ্বলে-নেভে যারা বিদঘুটে ম্রিয় ছোঁয়াচে,

আলোচ্য চাঁদ অব্যক্ত থাক বিষাক্ততার অদৃষ্ট আঁচে।

ধীরে ঘুরে যায় পাল তোলা চাই রাই কলসি কাঁখে,

আসে চাই পাশে নাই রাই বিহারী চড়ে তরু শাখে।

পুবের বাতাস বইবে সেতারে আলো চাইলে আকাশ পাঠাবে বেতারে,

নপুংসকের কিংশুকি তাড়না পশ্চিমি মেঘালয়ের ইস্তেহারে।

সুরভিত বেদনা গলে-জ্বলে যারা সাপ্তাহিকীর ছাড়পত্রে,

গোলাপি বিলাস কিনে দেব একদিন মুক্তাহারের প্রেমপত্রে ।

দূরে থেকে ওরা প্রদীপ জ্বালিয়ে ছুঁতে চায় আলোকচিত্র,

ইতিউতি উঁকি মেরে মোমেরা ঘরে ফেরে নিয়ে পাওনা ছুটিপত্র।


Rate this content
Log in

Similar bengali poem from Romance