বোহেমিয়ান
বোহেমিয়ান
ডাকছে নতুন ডাকছে বিশদ
উড়ন্ত রাগ চাপিয়ে দিলে,
সব সমাধা তোমার কাছে
কালোদীঘিতে ভাসিয়ে গেলে।
ডাকছে আগুন বুকের মাঝে
নীল দিগন্ত বিলীন সাজে
অস্তাচলে হারিয়ে গেলে
ফিরবে কি আর ঈষৎ কাজে?
ডাকছে ভিন্ন সবুজ হাতে,
লাল নিশানের অপেক্ষাতে
অনিচ্ছুকের নিরুদ্দেশে
ফিরলে শেষে অচিন বেশে।