আকাশ
আকাশ
রোদেলা গাএ ফিরতি পথে চলতি হলো নতুন দেখা।
মেঘলা বেলায় ঘুরতি শখে আর্দ্র হয়ে মিলতে শেখা।
আড়মোড়া ভেঙে শীতঘুম সেরে সুপ্ত রাতের খোলাচিঠি,
মন সুরে বিনোদনী আজ্ঞা আকাশ পানে রবি চায় মিঠি মিঠি।
সোহাগ বিনয় আকুতি দিলে তরী বেয়ে যায় উজান গানে,
সজাগ দৃষ্টির দিন ফুরোলে চোরেরা হুঁশিয়ার হয় সিঁধটানে।
অলেখ্য মায়ায় রঙচোরা শিলালিপি আলোচ্য হয় সহস্রবার,
যে প্রেম ফিরে যায় অকারণ অছিলায় তা ফিরে আসা দুর্নিবার!
শীতের লেপে ভালোবাসা মেপে দিয়ে দূরপাল্লায় ঝাঁপ,
বর্ষার স্নানে মন কি বাঁধা মানে ভেবে প্রাক্তনের সঙ্গে প্রেমালাপ!
নবজাতকের টানে প্রত্যঙ্গের ঘ্রাণে জোরালো সম্পর্কের বাঁধন,
সুপ্ত ইচ্ছারা শৃঙ্খলা বাঁধে শৃঙ্গ ছুঁতে করতে অসাধ্য সাধন...