ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই
খুব ভলোবাসার হারানো রোদ বৃষ্টির ভেতর লঙ্কা কুচির
ঝাল ফিরে পেতে চাই ।
আমার পুরুষ মন নারীর লজ্জার পাক স্পর্শ খেলা
বার বার পেতে চাই ।
কবি সন্ধ্যা বারবনিতার উঠোনে ঝমঝমি
কবিতা ফিরে পেতে চায় ।
যদিও
অগোছালো কবির আঙুলে সব শব্দের অন্ধকার;
ify">এতোদিন ছিলো কবিতায় বয়োতীত অঝনত্কার ।
যেদিন পাগল প্রেম ভালোবাসা নির্বিকারে
ধর্ম জাতপাত গোত্র নিখ্পিত করে আদাড়ে;
অন্ধকারের শরীরের অন্তরায় রাখলো হাত
সেদিন সব শব্দ এক এক টুকড়ো ধানী চাঁদ
অজস্র আলোয় পৃথিবীর গা ভিজিয়ে একাকার ।
আমি সেই আলোর চুর্নী
বার বার ফিরে পেতে চাই ।